হত্যার ভয় দেখিয়ে পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ

ধর্ষণ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যার ভয় দেখিয়ে পুত্রবধূকে একাধিক বার ধর্ষণের অভিযোগে শ্বশুর আব্দুল আজিজকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাল্লা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আ. আজিজ ওই গ্রামের মৃত আবু সাঈদ ভুঁইয়ার ছেলে।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, গ্রেফতারকৃত আজিজের ছেলে আকাশের সঙ্গে ৫ মাস আগে ধর্ষিতার বিয়ে হয়। বিয়ের পর তারা পাশাপাশি ঘরে বসবাস করে আসছিল। এরই সূত্রধরে তার শ্বশুর তাকে প্রায় কুপ্রস্তাব দিতো। শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হলে বিভিন্ন ধরণে ভয়ভীতি দেখাত। এক পর্যায়ে গত ২৫ জুন ধর্ষিতার স্বামী ব্যক্তিগত কাজে বের হয় এবং শাশুড়ি অনত্র বেড়াতে যায়। এই সুযোগে হত্যার ভয় দেখিয়ে তার ঘরে ঢুকে প্রথম ধর্ষণ করে। পরে আবারো কয়েকবার ধর্ষণ করে। সোমবার বিকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে পুত্রবধূকে আবারো ধর্ষণের চেষ্টা করে। এতে ধর্ষিতার চিৎকারে প্রতিবেশীরা দেখে ফেলে। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ওসি আরও জানান, ধর্ষিতা নিজে বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষা করানোর জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী আজিজকে ৫ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আজিজ লেগুনা চালক বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.