ডেঙ্গু নিয়ে ২৪ ঘণ্টায় ৩৯ রোগী হাসপাতালে

ডেঙ্গু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (৪ জুলাই সকাল ৮টা থেকে ৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত) রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ৩৯ রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতলে ভর্তি ৩৮ জন।

ঢাকার বাইরে দেশের বিভিন্ন বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি একজন।

সোমবার (৫ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক (মেডিক্যাল) ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১২০ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে রাজধানী ঢাকার ভিতরে সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতলে ১১৭ জন রোগী ভর্তি। ঢাকার বাইরে দেশের বিভিন্ন বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি তিনজন রোগী।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত রাজধানীসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু নিয়ে ৫০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৩৮৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছরে ডেঙ্গু ও ডেঙ্গু সন্দেহে এ পর্যন্ত কোনো রোগীর মৃত্যুর তথ্য সরকাররে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়নি। তাই এবছর এখনো কোনো সন্দেহজনক ডেঙ্গুরোগীর মৃত্যু হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.