কুষ্টিয়ায় অক্সিজেনের হাহাকার

করোনা

কুষ্টিয়ায় বেড়েই চলেছে করোনার সংক্রমণ ও মৃত্যু। ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসাবে ব্যবহার করা হচ্ছে। সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে হাসপাতালটির মেঝেও এখন করোনা আক্রান্ত রোগীতে পূর্ণ।

সোমবার সকাল ৯ টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঘুরে দেখা যায় হাসপাতালে প্রচণ্ড রোগীর চাপ। কুষ্টিয়া জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা করোনা ওয়ার্ডটি পরিচালনা করছেন। রোগীর যখন যা প্রয়োজন তা ছাত্রলীগের নেতাকর্মীরা এনে দিচ্ছেন। তবে রোগীর স্বজনদের অভিযোগ পর্যাপ্ত সেবা দেওয়া হচ্ছে না। অক্সিজেনের অভাবে ভূগছেন রোগীরা।

রোগীর স্বজনদের দাবী, করোনা ওয়ার্ডে চিকিৎসা পর্যাপ্ত নেই। অক্সিজেনের অভাবে রোগীরা ছটফট করছে সব সময়। ডাক্তাররাও ঠিকমতো রোগীদের দেখছেন না। শুধুমাত্র ছাত্রলীগের ছেলেদের হাতে হাসপাতালের করোনা ওয়ার্ডের দায়িত্ব দিয়ে ডাক্তাররা রোগী দেখছেন না।

খোকসা উপজেলার নাসিরুল হক করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গত কয়েকদিন আগে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। তার অবস্থা আগের চেয়ে ভালো। তিনি হাসপাতালের বারান্দায় প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিচ্ছেন। প্রতিনিয়ত দেওয়া হচ্ছে অক্সিজেন। হাসপাতালে চিকিৎসাধীন প্রায় প্রতিটি রোগির জন্যই প্রয়োজন হচ্ছে অক্সিজেন সিলিন্ডারের।

হাসপাতালের সিনিয়র নার্স ফিরোজা খাতুন বলেন, এমন ভয়াবহ পরিস্থিতি কোনোদিন দেখিনি। প্রায় প্রতিটি রোগীর অক্সিজেন প্রয়োজন। আমরা সাধ্যমতো চেষ্টা করছি।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, করোনা রোগীর চাপ দিন দিন বেড়েই চলেছে। প্রতিঘণ্টায় অন্তত ৩০-৪০ জন করে করোনা রোগী ভর্তি হচ্ছে। বর্তমানে হাসপাতালে ২৫৯ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। প্রতিদিন গড়ে ৫শ সিলিন্ডার অক্সিজেন প্রয়োজন। আমাদের কাছে ৫৪৭টি সিলিন্ডার রয়েছে। এছাড়া একটি ছয় হাজার লিটারের সেন্টার সিলিন্ডার রয়েছে যা দিয়ে ১০জন রোগিকে ২৪ ঘণ্টা অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে। এভাবে করোনা রোগির সংখ্যা বাড়তে থাকলে খুবই ভয়াবহ রূপ ধারণ করবে। আমরা চিকিৎসক, নার্স সার্বক্ষনিক রোগীদের সবোর্চ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, সংক্রমণ বৃদ্ধির কারণে রোগীর মৃত্যুর হার বাড়ছে। আক্রান্তদের মধ্যে শতকরা ২ জন মারা যাচ্ছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.