শিশু গৃহকর্মীকে নির্যাতন, সেই দম্পতির বিরুদ্ধে মামলা

রাজধানীর তোপখানা রোডে শিশু গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় গৃহকর্তা তানভির আহসান ও তার স্ত্রী অ্যাডভোকেট নাহিদ আঁখির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভোগীর বাবা।

সোমবার শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। মামলা দায়েরের পর তাদের দু’জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার জানান, গৃহকর্মী সুইটির বাবা মো: শহিদ মিয়া সোমবার দুপুরে তানভীর-নাহিদ দম্পতির বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

অভাবের তাড়নায় দরিদ্র বাবা-মা ১২ বছর বয়সী সুইটিকে রাজধানীর তোপখানা রোডের একটি বাসায় গৃহকর্মীর কাজে দেন। এখানে সে ৯ মাস ধরে কাজ করছে। প্রায় প্রতিদিনই তাকে নানা অজুহাতে গৃহকর্তা ও গৃহকর্ত্রী উভয়ই মারধর করে। একপর্যায়ে শনিবার মেয়েটিকে নির্যাতনে আঘাতের চিহ্নসহ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এক প্রতিবেশী। ছবিগুলো পোস্ট দিয়ে তিনি দ্রুত সহযোগিতা ও আইনি ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.