
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জন আইসোলেশন ওয়ার্ডে এবং একজন করোনা ওয়ার্ডে মৃত্যুবরণ করেন।
এ নিয়ে এ হাসপাতালের করোনা ও আইসোলেশন ওয়ার্ডে মোট ৭৭০ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গত বছর মার্চে করোনা ওয়ার্ডের শুরুতে শয্যা সংখ্যা ছিলো ১৫০টি যা চলতি মাসে ২০০ এবং সর্বশেষ রোগী বৃদ্ধি পাওয়ায় আরও ৫০টি বাড়িয়ে ২৫০ বেডে উন্নীত করা হয়েছে।
সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট ২২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। করোনা ওয়ার্ডের ২২টি আইসিইউ বেডের সবগুলোতেই চিকিৎসাধীন রয়েছেন মুমূর্ষু রোগী।
Leave a Reply