লকডাউনের ৪র্থ দিনে ঢাকায় ৪ শতাধিক গ্রেফতার

কঠোর লকডাউনের চতুর্থ দিনে বিনা কারণে বাহিরে বের হওয়ায় রাজাধানীর বিভিন্ন স্থান থেকে ৪২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ জুলাই) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান ।

তিনি বলেন, রোববার সকাল থেকে বিকেল ৩ টা পর্যন্ত ডিএমপির আটটি ক্রাইম ও ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে সড়ক পরিবহন আইনে বিভিন্ন যানবাহনকে ৩০৯টি মামলা দিয়েছে এবং ৮ লাখ ৬৯ হাজার ৫০০টাকা জরিমানা করেছে।

nagad
এডিসি ইফতেখায়রুল আরও জানান, সরকারি নির্দেশনা প্রতিপালনে সকাল থেকে একযোগে রাজধানীর রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরার বিভিন্ন এলাকায় পুলিশের বিভিন্ন চেকপোস্ট, তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম পরিচালিত হয়। বিধিনিষেধের তৃতীয় দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানী ঢাকায় ৬২১জনকে গ্রেফতার করা হয়েছে।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১ জুলাই সকাল ৬ টা থেকে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধি-নিষেধ আরোপ করে সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.