৩য় দিনে রাজধানীতে গ্রেপ্তার ১৮৪

করোনা সংক্রমণ রোধে সাত দিনের সর্বাত্মক লকডাউন দিয়েছে সরকার। কঠোর এ বিধিনিষেধের তৃতীয় দিনে রাজধানীতে ১৮৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। লকডাউনের বিধিনিষেধ পালন না করায় তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত তাদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএমপির মিডিয়া উইং থেকে জানানো হয়।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, তৃতীয় দিনের লকডাউনের নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় দুপুর ১২টা পর্যন্ত ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার ৬৪০ টাকা জরিমানা করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.