জুনে ৩২৯ নারী-কন্যাশিশু নির্যাতনের শিকার

ধর্ষণ

চলতি বছরের জুন মাসে সারা দেশে ৩২৯ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ১৩৮ জন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানায় বাংলাদেশ মহিলা পরিষদ।

১৩টি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করে সংস্থাটি।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, জুন মাসে মোট ৩২৯ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এদের মধ্যে নারী ১৮৩ জন, কন্যাশিশু ১৪৬ জন। ধর্ষণের শিকার হয়েছেন ১৩৮ জন। তার মধ্যে ৬৯ জন কন্যাশিশু ধর্ষণ ও ৯ কন্যাশিশু দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। আর ১ শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ১০ কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

৯ কন্যাশিশুসহ ১০ জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন। অগ্নিদগ্ধ হয়েছেন ৩ জন। ৩ শিশুসহ উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন পাঁচ জন। ১৫ কন্যাশিশুসহ ২১ জন অপহরণের শিকার হয়েছে। এক কন্যাশিশুসহ দুজনকে অপহরণের চেষ্টা করা হয়েছে।

নারী ও শিশু পাচারের ঘটনা ঘটেছে সাতটি। বিভিন্ন কারণে ছয় কন্যাশিশুসহ ৩৮ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া পাঁচজনকে হত্যার চেষ্টা করা হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ১৪ জন, তার মধ্যে পাঁচ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.