
হোয়ান লাপোর্তার আশার বুলিতে বার্সা সমর্থকরা আশ্বস্ত হলেও লিওনেল মেসি এখন ফ্রি এজেন্ট। গত বুধবার রাত থেকে আর বার্সেলোনার সঙ্গে সম্পর্ক নেই মেসির। অনেক প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও চুক্তি নবায়ন করতে পারেননি লাপোর্তা। নিজের ব্যর্থতার কারণ বললেন বার্সা সভাপতি। মূলত লা লিগার নতুন ফিনান্সিয়াল প্রটোকল বাধা সৃষ্টি করেছে। যে কারণে মেসির সামনে চুক্তি নবায়নের নতুন প্রস্তাব দিতে পারছে না কাতালান ক্লাবটি।
২০০০ সালের ডিসেম্বরে বার্সেলোনায় যোগ দেন লিওনেল মেসি। সেই থেকে উত্থান আর্জেন্টাইন ফুটবল মহা তারকার। প্রায় ২০ বছরে একবারও বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়নি মেসির।
প্রত্যেকবারই মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই চুক্তি নবায়ন করেছে বার্সা কর্তৃপক্ষ। প্রথমবারের মতো ফ্রি এজেন্ট মেসি। কাতালান ক্লাবটি পুনরায় মেসিকে চুক্তিতে সই করাতে চায়। আর্জেন্টাইন তারকাও আগ্রহী বলে জানান লাপোর্তা। তবে নতুন ফিনান্সিয়াল প্রটোকলের বেড়াজালে চুক্তির কাজের অগ্রগতি হচ্ছে না বলে দাবি বার্সা সভাপতির।
মূলত লা লিগা ২০১৩ সালে একটি নীতি প্রতিষ্ঠা করে। যা প্রতিটি ক্লাব সর্বোচ্চ কত টাকা ব্যয় করতে পারবে, সে নিয়মনীতি বেঁধে দেয়া হয়েছে।
স্প্যানিশ গণমাধ্যম রেডিও ওনডা সিরোকে দেয়া সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, ‘এখন পর্যন্ত সবকিছু ভালোভাবেই আগাচ্ছে। মেসি বার্সেলোনায় থাকতে চায়। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু আমাদের সবার আগে ফিনান্সিয়াল ফেয়ার প্লে রুলসের সঙ্গে সবকিছু সমন্বয় করতে হবে।’
লাপোর্তা বলেন, ‘এখানে অনেকগুলো বিষয় আছে। দু’পক্ষের জন্য ভালো হয় এমন সিদ্ধান্তই নেবো আমরা। তবে আমরা চাই মেসি এখানে থাকুক। যদি সে থাকে, তাহলে অবশ্যই আমরা তাকে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও ভারসাম্যপূর্ণ দল উপহার দিতে পারবো।’
Leave a Reply