টাঙ্গাইলে এক হাসপাতালেই ১৬ জনের মৃত্যু

করোনা

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে একদিনে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মৃত ১৬ জনের মধ্যে সাত জন করোনা আক্রান্ত ছিলেন। এদের মধ্যে করোনা ইউনিটের আইসিইউতে চার এবং সাধারণ শয্যায় তিন জনের মৃত্যু হয়। এছাড়া হাসপাতালটির করোনা ইউনিটে ভর্তি হওয়া আরও ৯ জন উপসর্গ নিয়ে মারা যান।

বর্তমানে হাসপাতালটির করোনা ইউনিটে আক্রান্ত ৩১ ও উপসর্গ নিয়ে ৬০ জন চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হওয়া রোগীর স্বজনরা অভিযোগ করেছেন, রোগীরা পর্যাপ্ত চিকিৎসাসেবা পাচ্ছেন না। এছাড়া আইসিইউতে গ্যাসের সমস্যা রয়েছে। পর্যাপ্ত সিটের ব্যবস্থা না থাকায় মেঝেতে বসে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, জেলায় গত ২৪ ঘণ্টায় ৬২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৫৭ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। সংক্রমণের হার ৪০.৯২ শতাংশ। মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৯৬৪ জনে। এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১১৫ জনের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.