গোলাপী আর সূর্যালোকে সবকিছুই সম্ভব

রোববার নিজের ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ক্যাপশনে ইংরেজিতে যা লিখেছেন তার বাংলা করলে হয় ‘গোলাপী আর সূর্যালোকে সবকিছুই সম্ভব।’

ছবিতে দেখা যাচ্ছে হালকা ক্লিভেজে গোলাপী রঙের স্পোর্টস ব্রা পরে জয়া ক্যামেরায় ধরা দিয়েছেন জয়া। পোস্ট করার ঘন্টা খানেকের মধ্যেই ৫০ হাজার রিয়েকশন এবং ছয় বারের হাজারেরও বেশি কমেন্ট পড়েছে। বুঝাই যাচ্ছে ভক্তরা প্রিয় অভিনেত্রীর ছবি কতটা লুফে নিয়েছেন।

এদিকে জয়া আহসান কলকাতার সিনেমায় অভিনয় করে দ্বিতীয়বারের মতো পেয়েন ফিল্মফেয়ার পুরস্কার (বাংলা)। ‘রবিবার’ ও ‘বিজয়া’ সিনেমা দুটির জন্য সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।

সম্প্রতি জয়া আহসান ২০২০-২০২১ অর্থবছরে প্রযোজক হিসেবে সরকারী অনুদান পেয়েছেন। তার অনুদান পাওয়া চলচ্চিত্রটির নাম ‘রইদ’। চলচ্চিত্র পরিচালনা করবেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। জয়া আহসান জানালেন করোনার পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে ছবিটির শুটিং শুরু করতে চান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.