সাভার থানায় নেওয়া হলো পরীমনিকে

পরীমনি

ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলার তদন্ত স্বার্থে সাভার মডেল থানায় ডেকে নেওয়া হয়েছে ঢাকাই ছবির চিত্রনায়িকা পরীমনিকে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আজ রোববার দুপুর আড়াইটার দিকে নিজের ব্যক্তিগত গাড়িতে চড়ে সাভার মডেল থানায় আসেন এই চিত্রনায়িকা। এ সময় তার সঙ্গে কয়েকজন উপস্থিত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী। তিনি জানান, পরীমনির মামলায় সাভার থানা হাজতে ৫ দিনের রিমান্ডে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, উত্তরা ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমি। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য যাচাই করতেই পরীমনিকে থানায় ডেকে আনা হয়েছে।

এ বিষয়ে জানতে পরীমনির মুঠোফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া গেছে।

এদিকে, পরীমনি থানায় এসেছেন খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সেখানে ভিড় করলে পুলিশ প্রধান ফটক বন্ধ করে দেয়। থানায় প্রবেশাধিকার সীমিত করলে অন্যান্য সেবা প্রত্যাশীরা ভোগান্তির মুখে পড়েন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

উল্রেখ্য, গত ৯ জুন সাভারের বিরুলিয়া ঢাকা বোটক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। গত ১৪ জুন সাভার মডেল থানায় পরীমনি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.