বিএনপি পরিচালিত হচ্ছে ওহি দিয়ে: ডা. জাফরুল্লাহ

ডা. জাফরুল্লাহ চৌধুরী

বিএনপির বর্তমান নীতি-নির্ধারকদের নিষ্ক্রিয়াতার সমালোচনা করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, বিএনপি পরিচালিত হচ্ছে ‘ওহি’ দিয়া। আর সেই ‘ওহি’ লন্ডন থেকে ভেসে আসছে। আজ শনিবার দুপুরে শিক্ষায় প্রত্যাশা ও প্রাপ্তি, করোনাকালীন শিক্ষা বাজেট ২০২১-২০২২ নিয়ে বৈঠকে তিনি এ কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘খালেদা জিয়ার চেহারার দিকে লক্ষ্য করে দেখেছেন? তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিএনপির লোকেরা সেটাও উপলব্ধি করে না। তারা যেভাবে তাকে জীবিত থাকতে মৃত্যুর দিকে ঠেলে দিতে শুরু করেছে, সেটা হয়তো বিএনপি লোকেরা উপলব্ধি করে না। তাই তারা যদি মুক্তি চায় তবে তারেক দুই বছর চুপচাপ বসে থাক, বিলেতে লেখাপড়ায় যুক্ত হয়ে যাও।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি বিএনপিকে জাগতে হলে জাইমাকে দেশে আসতে হবে। জাইমা তরুণ আছে, সে এসে দায়িত্ব নিলে ক্ষমতার পরিবর্তন হবে। সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।’

আলোচনাসভায় আরও বক্তব্য দেন ইআরআই চেয়ারম্যান ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার উল্লাহ চৌধুরী প্রমুখ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.