কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

করোনা

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার।

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া পিসিআর ল্যাবে নতুন করে আরও ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৩৪ দশমিক ৫২ শতাংশ। জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৯ ১৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ২০০ জন। মৃত্যু হয়েছে ১৮০ জনের।

হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৬৪ জন এবং হোম আইসোলেশনে রয়েছেন এক হাজার ৪১২ জন।

ডা. তাপস কুমার বলেন, হাসপাতালে রোগীর চাপ প্রতিদিনই বাড়ছে। চিকিৎসাসেবা দিতে গিয়ে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকরা করোনায় আক্রান্ত হচ্ছেন। এরমধ্যে আমরা হাসপাতালকে করোনা ডেডিকেটেড করা হয়েছে। এমন অবস্থায় আমরা পরিস্থিতি সামলে নিয়ে সেবা অব্যাহত রাখতে জরুরি বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.