
টলিগঞ্জের অভিনেত্রী ও তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী গুরুতর অসুস্থ। কয়েকদিন আগেই করোনার টিকা নিয়েছিলেন তিনি। এর চারদিনের মাথায় অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী।
শনিবার (২৬ জুন) ভোর থেকেই সমস্যা শুরু হয়। অবস্থা বেশি খারাপ হওয়ায় অভিনেত্রীর বাড়িতেই হাজির হন চিকিৎসক।
ভোর চারটা থেকেই সমস্যা শুরু হয়। পেটে মারাত্মক ব্যথা। ঘাম দিতে থাকে। কিন্তু এত ভোরে যোগাযোগ করা সম্ভব হয়নি ডাক্তারের সঙ্গে। তারপর ভোর ৬টায় মিমির ব্যক্তিগত চিকিৎসক তার বাড়িতে আসেন। এমনিতেই অভিনেত্রীর গলব্লাডারের সমস্যা ছিল। চিকিৎসক মিমিকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলেও রাজি হননি তিনি। আপাতত বাড়িতে থেকেই চলছে চিকিৎসা। সূত্র: হিন্দুস্তান টাইমস
Leave a Reply