কঠোর লকডাউনে বন্ধ থাকবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান

করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন জারি থাকবে। এতে সরকারি সব ধরনের অফিস-আদালত বন্ধ থাকবে। তবে জরুরি পণ্য সরবরাহ যান চলাচল চালু থাকবে।

শুক্রবার (২৫ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন আগামীকাল শনিবার (২৬ জুন) জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারাদেশে এ লকডাউন পালিত হবে বলে জানান সুরথ কুমার সরকার।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যায় সারাদেশে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ ‘শাটডাউন’ দেওয়ার সুপারিশ ঘোষণা করে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মো. শহিদুল্লাহ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.