ভাই বড়ই প্রেমিক পুরুষ

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়কদের একজন রিয়াজ। মাঝে মধ্যে প্রায়ই তাকে দেখা যায় নাটক বা টেলিফিল্মে। বিশেষ করে ঈদ বা কোনো উৎসবে। সেই ধারাবাহিকতায় এবার ঈদেও নতুন নাটক নিয়ে আসছেন তিনি।

আসছে কোরবানি ঈদকে সামনে রেখে একটি বিশেষ নাটকে অভিনয় করছেন তিনি। নাম ‘ভাই বড়ই প্রেমিক পুরুষ’। এতে প্রেমিক পুরুষ হিসেবে অভিনয় করছেন রিয়াজ। তার নায়িকা সারিকা সাবরিন। রচনার পাশাপাশি এটি নির্মাণ করেছেন এস এ হক অলিক। যিনি এর আগে, রিয়াজকে নিয়ে ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশছোঁয়া ভালোবাসার’ মতো সিনেমা বানিয়েছেন।

এস এ হক অলিক বলেন, ‘নাটকে রিয়াজ যাদের সঙ্গে প্রেম করে তাদের সঙ্গে কোনো না কোনো কারণে একসময় সম্পর্ক নষ্ট হয়ে যায়। তার কাছে ১৩ সংখ্যাটা আনলাকি। ১৩ বছর বয়সে সে একবার বুড়িগঙ্গা নদীতে ডুবে যায়। ১৩তম প্রেমটাও তার টেকে না। একপর্যায়ে রিয়াজ মনে করেন প্রথম প্রেমটাই ঠিক ছিল। সেই প্রেমের খোঁজে নামেন তিনি।’

নির্মাতা জানান, ‘ভাই বড়ই প্রেমিক পুরুষ’ আসছে ঈদে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে প্রচার হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.