রেজার বিজ্ঞাপনে আবুল হায়াত

কাজী আওসাফ রেজা ও আবুল হায়াত

কিংবদন্তি অভিনেতা আবুল হায়াতকে নিয়ে বিজ্ঞাপন নির্মাণ করলেন পরিচালক কাজী আওসাফ রেজা। সম্প্রতি রাজধানীর মোহাম্মাদপুরে একটি কোম্পানির ইউপিভিসি ডোরের বিজ্ঞাপনটির চিত্র ধারণ করা হয়।

সিনেমোশন ব্রডকাস্টিং ম্যানেজমেন্টের ব্যানারে নির্মিত বিজ্ঞাপন চিত্রটিতে আবুল হায়াত ছাড়াও মডেল হয়েছেন রাবেল আহমেদ ও কাজী মনিষা জেসিন। প্রধান সহকারী পরিচালক ইফফাত বিনতে কালাম, ডিওপি আকতার হোসেন এবং স্থির চিত্রগ্রাহক হিসেবে ছিলেন তফাজ্জল হোসেন।

বিজ্ঞাপন প্রসঙ্গে পরিচালক কাজী আওসাফ রেজা বলেন, আবুল হায়াতকে নিয়ে এটা আমার দ্বিতীয় কাজ। কাজটি খুব যত্ন নিয়ে করেছি। আশা করছি, সবার ভালো লাগবে। ’

বিজ্ঞাপনটি খুব শিগগিরই বিভিন্ন চ্যানেলে প্রচার হবে বলেও নির্মাতা জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.