সাতক্ষীরায় আরও ৯ জনের মৃত্যু

করোনা

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এছাড়া নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২২ জন।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত মৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার মনিরা খাতুন (২৭), কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের আজিজুর রহমান (৬০), কয়লা গ্রামের হযরত আলী (৬৪), সাতক্ষীরা সদর উপজেলার হাজিপুর গ্রামের মোশারফ হোসেন (৫৫), শহরের বাড়ানবাড়ি এলাকার মোমেনা (৬৫), চন্দনপুর এলাকার আয়েশা বেগম (৫০), দেবহাটা উপজেলার কুড়া গ্রামের আনার আলী (৬৫) ও ইকরামুল কবীর (৬০)। বেসরকারি হাসপাতালে মারা গেছে আরও একজন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৬৩ জন ও উপসর্গে মারা গেলেন ২৯৮ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮২ জনের নমুনা পরীক্ষা শেষে ১২২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেলে আটজন ও বেসরকারি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। এদের সকলের করোনা উপসর্গ ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.