জিম্বাবুয়ে সফরের জন্য টাইগারদের দল ঘোষণা

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি— এই তিন সংস্করণের সিরিজের জন্য বুধবার স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষে জিম্বাবুয়ে সফরে যাবে টাইগাররা।

টেস্টে ও ওয়ানডেতে যথারীতি অধিনায়কত্ব করবেন মুমিনুল হক ও তামিম ইকবাল। টি-টোয়েন্টির নেতৃত্বে থাকবেন মাহমুউদউল্লাহ রিয়াদ।

দলে নতুন ডাক পেয়েছেন শামীম হোসেন। বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছেন তিনি। টি-টোয়েন্টি স্কোয়াডে আছেন শামীম। আর টেস্ট দলে আছেন ইয়াসির আলী। এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে খেলা হয়নি তার।

মোস্তাফিজুর রহমানের জায়গা হয়নি টেস্ট স্কোয়াডে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আছেন তিনি। এ ছাড়া টি-টোয়েন্টি দলে ফিরেছেন লেগ-স্পিনার আমিনুল ইসলাম।

চোটের কারণে এই সফরে যাওয়া নিয়ে শঙ্কা থাকলেও টেস্ট ও ওয়ানডে স্কোয়াডে আছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সাকিব আল হাসান আছেন তিন ফরম্যাটেই।

টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম।

ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।

টি-টোয়েন্টি দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.