একদিনে ৮৬ লাখ টিকা দিয়ে রেকর্ড ভারতের

করোনা

করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত সংক্রমণ নিয়ন্ত্রণে জোরদার টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। একদিনে ৮৬ লাখের বেশি টিকা দিয়ে রেকর্ড গড়েছে দেশটি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার সকালে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৮৬ লাখ ১৬ হাজার ৩৭৩ ডোজ টিকা দেওয়া হয়েছে।

একদিনে এত সংখ্যক টিকাদান কেবল ভারত নয়, সারা বিশ্বে সর্বোচ্চ। এ নিয়ে মোট ২৮ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ২০১ ডোজ টিকা দেওয়া হয়েছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে।

এদিকে ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৬৪০ জন যা ৯১ দিন পর সবচেয়ে কম।

গত ২৪ এপ্রিল ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কম ছিল। এর পর তা বাড়তে বাড়তে মে মাসের শুরুতে ৪ লাখ ছাড়িয়ে যায়।

গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৭ জন করোনা রোগীর। গত ১৬ এপ্রিল শেষবার দেশে দৈনিক মৃতের সংখ্যা ১২শ’র কম ছিল। করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৩০২ জনে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.