কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য আটক

কিশোর গ্যাং

পৃথক অভিযান চালিয়ে রাজধানীর হাজারীবাগ ও রায়েরবাগ এলাকায় দুটি কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)।

সোমবার র‍্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি মো. ফজলুল হক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার রাতে র‍্যাবের পৃথক দুটি অভিযানে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে একটি কিশোর গ্যাংয়ের আট সদস্য এবং রায়েরবাগ এলাকা থেকে আরেক কিশোর গ্যাংয়ের আট সদস্যকে আটক করা হয়েছে।

এ বিষয়ে সোমবার দুপুরে মোহাম্মদপুরের বসিলায় অবস্থিত র‍্যাব-২ এর সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.