ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩

ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যানের চাপায় তিনজন নিহত হয়েছেন। রোববার রাত ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের হরিবাড়ি ইউনিয়নের লবনকোটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জেলার ফুলপুর উপজেলার আমুয়াকান্দা গ্রামের শাহ আলম গাজী (৫০), ঝালকাঠির কেফায়েতনগর গ্রামের রবিউল মাঝি (২৫) ও তার ভাতিজা রাব্বী (২৪)।

পুলিশ জানায়, লবনকোটা এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাকের চাকা বিকল হয়। ট্রাকটি দাঁড় করিয়ে বিকল হওয়া চাকা প্রতিস্থাপনের সময় পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যান ট্রাকচালক শাহ আলম, হেলপার রবিউল মাঝি ও তার ভাতিজা রাব্বীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম ও রবিউলের মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করে রাব্বীকে হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।

তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার উপপরিদর্শক জিয়াউল হক বলেন, ক্ষতিগ্রস্ত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। কাভার্ডভ্যান ও তার চালককে আটক করা যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.