কুষ্টিয়ায় ৭ দিনের লকডাউন ঘোষণা

কুষ্টিয়ায় করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সাত দিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। রবিবার (২০ জুন) রাত সোয়া ৮টার দিকে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইদুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে বিকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত করোনা প্রতিরোধ বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, জেলায় করোনার সংক্রমণ বাড়ছে। সংক্রমণ রোধে সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্প-কারখানা, শপিংমল, দোকান, রেস্টুরেন্ট ও চায়ের দোকান বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। আন্তঃজেলা ও দূরপাল্লার সব ধরনের পরিবহন বন্ধ থাকবে। লকডাউন না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য,এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৭৫ জন। এর মধ্যে ১৪৭ জনের মৃত্যু হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.