
পটুয়াখালীর কুয়াকাটায় বেড়িবাঁধের বাইরের ৩৬ টি ছোট-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কলাপাড়া উপজেলা ভূমি প্রশাসন বৃহস্পতিবার দুপুরে এ উচ্ছেদ অভিযান চালিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল এ অভিযানের নেতৃত্ব দিয়েছেন।
মহিপুর ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল আজিজ জানান, এ পর্যায়ে ৩৬ টি ছোট-বড় স্থাপনা অপসারণ করা হয়েছে। সরকারি খাস জমিতে এসব স্থাপনা তোলা হয়েছিল। এ ছাড়া করোনা বিধি-নিষেধ উপেক্ষা করায় ছয় আবাসিক হোটেল মালিককে ৪৫ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল এ অর্থদন্ড দিয়েছেন।
Leave a Reply