
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিলন চ্যাটার্জীর নির্দেশে এএসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দেড়টার দিকে রাজাহার ইউনিয়নের ধনিয়াল গ্রামের ফারুকের বাড়িতে অভিযান চালায়। এসময় জুয়া খেলা অবস্থায় উপজেলার বরট্ট গ্রামের শাহজাহান (৪০), গোমরাদিঘী গ্রামের রাহেদুল (৪১) ও শহিদুল (৪৮), বড় ধনিয়াল গ্রামের রানী প্রামানিক (৩৮), সাইদুল (৪২), রাজস গ্রামের বাবলু চন্দ্র (৪৮), রাজাবিরাটের আনারুল (৩০), চাপড়াপাড়ার গোলাপ (৪৭) এবং পাশ্ববর্তী জয়পুরহাট জেলার কালাই উপজেলার ভাটপাড়া গ্রামের রবিউলকে (৩১) আটক করে। এ সময় আরো কয়েকজন জুয়াড়ি পালিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জুয়াড়িদের বিরদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
Leave a Reply