
সাতক্ষীরায় করোনা সংক্রমণ পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে। ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮ জন। এদিকে, বৃহস্পতিবার জেলা করোনা প্রতিরোধ কমিটি ভার্চুয়াল মিটিংয়ে জেলায় লকডাউনের মেয়াদ আরও সাত দিন বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে।
সাতক্ষীরা সিভিল সাজর্ন ডা. হুসাইন সাফায়াত জানান, করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলায় তৃতীয় মেয়াদে চলমান লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। ২৪ জুন মধ্যরাত পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। লকডাউন কার্যকর করতে ওয়ার্ড পর্যায়ের কমিটিকেও সক্রিয় করতে হবে।
উল্লেখ্য, গত ৫ মে থেকে জেলায় প্রথম পর্যায়ে সাতদিনের লকডাউন শুরু হয়। এরপর ১১ মে দ্বিতীয় পর্যায়ে ১৭ মে পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছিল।
Leave a Reply