প্লিজ সবাই আমার পাশে থাকুন: পরীমনি

ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির বিরুদ্ধে কর্মীদের সঙ্গে অসদাচরণ ও ক্লাবে ভাঙচুরের অভিযোগ তুলেছে রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাব কর্তৃপক্ষ। গতকাল বুধবার রাত সাড়ে ৭টার দিকে ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ক্লাবটির সভাপতি কে এম আলমগীর ইকবাল।

তার অভিযোগ, গত ৭ জুন মধ্যরাতে ছেলে ও নারী সঙ্গীসহ ক্লাবে গিয়ে কথা কাটাকাটির পর ভাঙচুর করেন এই নায়িকা। এ সময় পরী ও তার সঙ্গীরা ১৫টি গ্লাস, ৯টি ছাইদানি (অ্যাশট্রে) এবং বেশকিছু হাফ প্লেট ভেঙেছেন।

তবে সেখানে ভাঙচুরের ঘটনাটি পুরোপুরি অস্বীকার করেছেন পরীমনি। তার ভাষ্য, ‘মূল ঘটনাকে অন্য দিকে ফোকাস করার জন্যই উদ্দেশ্যমূলকভাবে এমন অভিযোগ আনা হয়েছে। প্লিজ সবাই আমার পাশে থাকুন। আমি মনোবল হারাতে চাই না।’

তিনি আরও বলেন, ‘আমি যদি অপ্রীতিকর ঘটনা ঘটিয়েই থাকি, তাহলে এতদিন পরে কেন সেটি মিডিয়ায় এলো। যদি ঘটাতাম, এতদিন কি কোনোভাবেই মিডিয়ায় আসতো না? আমি চাই, এটা নিয়েও তদন্ত হোক।’

পরী ‘আমার সঙ্গে যেটা (ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টা) হয়েছে, আমি কিন্তু বসে থাকিনি। ঘটনার পর আমি সবাইকে বিষয়টি জানানোর চেষ্টা করেছি, ন্যায় বিচার পাওয়ার জন্য ছুটেছি। কিন্তু ওরা (গুলশানের অল কমিউনিটি ক্লাব) কি করেছেন? আমি যদি অপরাধ করে থাকি, তারা কেন এতদিন চুপ ছিলেন? তারা কেন অভিযোগ করেনি। আমি যখন অভিযোগ করলাম, তারপর তারা তাদের অভিযোগ সামনে আনলো, কেন? বোঝাই যাচ্ছে, আসল ঘটনার ফোকাস ঘোরানোর জন্যই তারা এটি করেছে।’

এই চিত্রনায়িকা জানান, শারীরিক ও মানসিকভাবে তিনি এখন ভালো নেই। গত কয়েকদিন ধরে তিনি নানা ধরনের চাপে আছেন। পরীর ভাষ্য, ‘এমন কিছু হবে তা আমার ধারণা ছিল। অনেকেই আমাকে বলেছেন, আমিও সেটা বুঝেছিলাম। সত্যি এবার মনে হচ্ছে আমি ক্লান্ত, আর পারছি না।’

সেই রাতে গুলশানের অল কমিউনিটি ক্লাবে যাওয়ার কথা স্বীকার করেছেন পরীমনি। সিসি টিভির ফুটেজেও পরীর সঙ্গে তার সাবেক বাগদত্তা সাংবাদিক তামিম হাসান ও কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমি ও আরেক নারীকে ক্লাবে ঢুকতে দেখা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.