১১৭ বছর পর নন-স্প্যানিশ অধিনায়ক পাচ্ছে রিয়াল

রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিলেন দলটির সফলতম অধিনায়ক সের্হিও রামোস। স্প্যানিশ এই মিডফিল্ডার চলে যাওয়ায় দলের অধিনায়কত্ব পাচ্ছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো ভিয়েরা। ১৯০৪ সালের পর প্রথম কোনো বিদেশি ফুটবলারকে অধিনায়কত্ব দিতে যাচ্ছে লস ব্ল্যাঙ্কোসরা। এর আগে দলটির মূল অধিনায়ক না থাকলে বিদেশিদের ভারপ্রাপ্ত অধিনায়ক করে ম্যাচ চালানো হলেও এবারই প্রথম কোনো বিদেশি ফুটবলার দলের অধিনায়কত্ব পাচ্ছেন।

আগামী মৌসুম থেকে রিয়াল মাদ্রিদের হয়ে নিয়মিত মাঠে অধিনায়কত্ব করতে দেখা যাবে মার্সেলোকে। গত ১৫ বছর ধরে রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন মার্সেলো। এখানে তিনি দ্বৈত নাগরিকত্বও নিয়েছেন। স্পেনের বিভিন্ন নির্বাচনের দায়িত্ব দেখা যায় এই ব্রাজিলিয়ানকে। রামোসের পরই দলের আর্মব্যান্ড পরতে যাচ্ছেন তিনি।

রিয়াল মাদ্রিদে স্বর্ণ যুগ কাটিয়েছেন রামোস। ২০০৫ সালে স্বদেশি ক্লাব সেভিয়া থেকে রিয়ালে যোগ দেন তিনি। গত ১৬ বছর ধরে রিয়ালের হয়ে ৬৭১ ম্যাচে ১০১ গোল করেছেন তিনি। সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের বিদায়ের পর থেকে দলটির অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন এই ডিফেন্ডার। টানা তিনবারসহ মোট চারটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই অধিনায়ক পাঁচটি স্প্যানিশ লা লিগাসহ মোট ২২টি শিরোপা জিতেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.