
রাজধানীর শনিরআখড়ার কিশোর গ্যাং ‘রক কিং’ গ্রুপের পাঁচ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তারা পাঁচজন হলেন— নাজমুল হাসান ওরফে সৈকত, আজাহারুল ইসলাম ওরফে দোলন, অন্তর হোসেন মোল্লা, ইমন আহম্মেদ শুভ এবং সুমন মিয়া।
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ মনির হোসেন জানান, মাসখানেক আগে মেয়র হানিফ ফ্লাইওভারে একটি প্রাইভেটকার থামিয়ে আরোহীদের হেনস্তা করেছিল এ গ্রুপটি। গত সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব। এরা সবাই যাত্রাবাড়ী ও শনিরআখড়া এলাকায় রাস্তায় গাড়ি থামিয়ে মাস্তানিসহ নানা অপতৎপরতা চালিয়ে আসছিল।
Leave a Reply