
শক্তির দিক থেকে অনেক পিছিয়ে ছিল বাংলাদেশ। তবে আশা ছিল অন্তত পয়েন্ট আদায় করে নেওয়া। কিন্তু তা আর হলো কই, ওমানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় লেগেও হেরেছে তপু বর্মনরা। প্রথমার্ধে এক গোল হজম করা লাল-সবুজের প্রতিনিধিরা দ্বিতীয়ার্ধে আরও দুুটি গোল হজম করে।
আজ মঙ্গলবার দোহায় বাংলাদেশ সময় রাতে ৩-০ গোলের ব্যবধানে জয় পায় ওমান। ম্যাচের শুরু থেকে শেষ, এক চেটিয়া বল দখলে আধিপত্য ধরে রাখে ওমান। বাংলাদেশ যেখানে বল পায়ে রাখতে পেরেছে ২০ শতাংশ, সেখানে ওমানের সাফল্য ৮০ শতাংশ। এরপর অবশ্য এই ম্যাচের ফল টাইগারদের পক্ষে আসার কথাই না।
শুরু থেকেই আক্রমণের পসরা সাজায় ওমান। তবে সাফল্য পেতে ২২ মিনিট অপেক্ষা করতে হয়। ওমানের মোহাম্মেদ আল ঘাফরির দারুণ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে রক্ষণ ধরে রেখে প্রথমার্ধ ভালোই কাটায় তপু বর্মনরা।
বিরতির পর আরও আক্রমণাত্ম ফুটবল খেলে ওমান। বাংলাদেশের জালে দশবার শট নেয় তারা। তার মধ্যেই বড় জয় নিশ্চিত হয়ে যায় ওমানের ম্যাচের ৬১ ও ৮১ মিনিটে জোড়া গোল করে দলকে দারুণ জয় এনে দেন খালিদ আল হাজরি ফরোয়ার্ড।
গ্রুপ ‘ই’ এর পঞ্চম দল হিসেবে বিশ্বকাপ বাছাই মিশন শেষ করে বাংলাদেশ। এখানে বাংলাদেশের সাফল্য বলতে ভারত-আফগানিস্তানের বিপক্ষে ড্র। ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে কাতার। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ওমান।
Leave a Reply