অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী শাহেদ গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিংয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী ও শীর্ষ মাদক ব্যবসায়ী মো. শাহেদ ওরফে ভিখারিকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড কার্তুজ ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রোববার (১৩ জুন) ভোরে আগ্রাবাদ পানওয়ালাপাড়া থেকে শাহেদকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, “ভিখারি অত্যন্ত ধূর্ত ও ভয়ঙ্কর সন্ত্রাসী। ডবলমুরিং থানার শীর্ষ মাদক ব্যবসায়ীও সে। কিশোরদের নিয়ে তার একটি গ্যাংও আছে। মাদক বিক্রির জন্য তার আলাদা ১২ থেকে ১৪ জনের দল আছে। কেউ তার বিরুদ্ধে বা মাদকের ব্যবসার বিরুদ্ধে কথা বললে কিশোর গ্যাং লেলিয়ে দেয়। তার দলের প্রত্যেকের একাধিক মামলা রয়েছে।”

ওসি মহসীন আরও জানান, সর্বশেষ ব্যাপারীপাড়া এলাকায় মাদকবিরোধী কমিটি করায় কমিটির সদস্যদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় ভিখারির বাহিনী। তার বাহিনী ছিনতাইয়ের সাথেও জড়িত। ভিখারির একাধিক বান্ধবী আছে। এসব বান্ধবী বিভিন্ন মানুষের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর সুযোগ বুঝে ঘরে এনে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেয়।

এর আগে ভিখারি বিভিন্ন মামলায় ৫ বার গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার ভিখারি ও তার ৩ পলাতক সহযোগীর বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.