নির্বাচনে সবাই সমান সুযোগ পাবে: সিইসি

সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘‘নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা কোন দল বা কোন মতের, সেটা প্রাসঙ্গিক নয়, নির্বাচন কমিশনের কাজ হলো সবাইকে সমান সুযোগ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। ভবিষ্যতে সেটাই করা হবে।’’

শনিবার (১২ জুন) দুপুরে বরিশাল সার্কিট হাউসের সম্মেলনকক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় সিইসি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘‘এর আগে যেমন বরিশাল বিভাগের কর্মকর্তারা নির্বাচনে ভূমিকা রেখেছেন, এবারও তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।’’

এজন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে বিধিবহির্ভূত কোনো কাজ না করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে বিভিন্ন এলাকায় নির্বাচন স্থগিত করলেও বরিশালসহ যেসব এলাকায় করোনা সংক্রামণ কম, সে রকমের ২০৮টি ইউনিয়ন পরিষদে ২১ জুন নির্বাচন হবে।’’

বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.শাহাবুদ্দিন খান, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.