সাকিব ৪ ম্যাচ নিষিদ্ধ

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আম্পায়ারের সঙ্গে বাজে আচরণের শাস্তি পেলেন সাকিব আল হাসান। ৪ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে ৩৪ বছর বয়সী অলরাউন্ডারকে।

খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার ক্লাব মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান।

শুক্রবার ডিপিএলে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী বনাম মোহামেডানের ম্যাচে বিতর্কের জন্ম দেন সাকিব। ম্যাচের ষষ্ঠ ওভার করতে এসে শেষ বলে আবাহনীর ব্যাটসম্যান মুশফিকুর রহিমের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন জানান তিনি। কিন্তু আম্পায়ার ‘নট আউট’ বলার সঙ্গে সঙ্গে লাথি মেরে স্টাম্প ভেঙে ফেলেন সাকিব।

এরপর আম্পায়ারের সঙ্গে তর্ক করতে দেখা যায় তাকে। ম্যাচে অসদাচরণের জন্য এই শাস্তি পেলেন সাকিব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.