হাতিয়ায় ইউপি সদস্যকে হত্যা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রবীন্দ্র কুমার দাস নামে এক ইউপি সদস্যকে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত গভীর রাতে ৬নং ওয়ার্ডের আশ্রাফ সমাজ এলাকায় সড়কের ওপর দুর্বৃত্তরা তাকে হত্যা করে।

রাজনৈতিক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে তার স্বজন ও পুলিশ।

নিহত রবীন্দ্র স্থানীয় সতীশ চন্দ্র দাসের ছেলে। তিনি চর ঈশ্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য এবং হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য।

স্থানীয় একাধিক সূত্র জানায়, রাতে স্থানীয় বাংলাবাজার এলাকা থেকে মোটরসাইকেলে রবীন্দ্রসহ কয়েকজন হাতিয়া উপজেলা সদর উছখালী যাওয়ার পথে দুর্বৃত্তরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় তার সঙ্গে থাকা আরও দুই মোটরসাইকেল আরোহী পালিয়ে গেলেও রবীন্দ্র পালাতে পারেনি। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে সড়কের পাশে ফেলে চলে যায়।

পরে টহল পুলিশ রক্তাক্ত অবস্থায় রবীন্দ্র ও তিনটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

রবীন্দ্রের সঙ্গে একই মোটরসাইকেল থাকা উপজেলা শ্রমিক লীগের সভাপতি আল-আমিনের দাবি, স্থানীয় চেয়ারম্যানের ভাই ও ছেলেসহ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

যোগাযোগ করা হলে মোবাইলে স্থানীয় চরঈশ্বর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান আবদুল হালিম আজাদ জানান, করোনাকালে বর্তমান নির্বাচন স্থগিত করার বিষয়ে তিনি ঢাকায় অবস্থান করছেন।

তিনি বলেন, রবীন্দ্র হত্যার সঙ্গে তার পরিবারের কোনো সম্পৃক্ততা নেই। তবে এ হত্যাকাণ্ড পূর্ব শত্রুতার জেরে হতে পারে বলে ধারণা তার।

পুলিশ জানায়, নিহত রবীন্দ্রের বিরুদ্ধে একাধিক হত্যা, অপহরণ, অস্ত্র ও ডাকাতিসহ থানায় অন্তত ২৮টি মামলা রয়েছে। ২০১৬ সালে কেন্দ্রীয় যুবলীগের সদস্য অধ্যাপক আশরাফ উদ্দিনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনার মামলায়ও রবীন্দ্র অন্যতম আসামি। তার নামে ‘রবীন্দ্র বাহিনী’ নামে একটি সক্রিয় বাহিনীও রয়েছে।

এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, রবীন্দ্রের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করার চিহ্ন রয়েছে। বর্তমানে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.