
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। বেড খালি না থাকায় নতুন রোগী ভর্তি স্থগিত রেখেছে কর্তৃপক্ষ। হাসপাতালে মোট বেডের সংখ্যা ১০০টি। বর্তমানে রোগী ভর্তি আছেন ১৩০ জন।
করোনা ইউনিটের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, এখানে ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি রয়েছে। বেডের অতিরিক্ত রোগী থাকায় নতুন বেড খালি না হওয়া পর্যন্ত রোগী ভর্তি স্থগিত করেছে কর্তৃপক্ষ। বেড খালি সাপেক্ষে রোগী ভর্তি নেওয়া হবে।
ঈদের পর থেকে সংক্রমণ ও রোগী বৃদ্ধির হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। রাজশাহী, খুলনা, বাগেরহাটসহ সীমান্তবর্তী এলাকায় সংক্রমণের হার বেশি।
এক মাসের বেশি সময় পর গত মঙ্গলবার দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দুই হাজার ছাড়ায়। বুধবার দৈনিক শনাক্ত আড়াই হাজার ছাড়িয়ে যায়। এই দুই দিনই রোগী শনাক্তের হার ১২ শতাংশের ওপরে ছিল।
Leave a Reply