চলে গেলেন চলচ্চিত্র নির্মাতা বুদ্ধদেব

ভারতীয় চলচ্চিত্র নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত মারা গেছেন। বৃহস্পতিবার ভোর ৬টায় দক্ষিণ কলকাতার নিজের বাসায় তার মৃত্যু হয়েছে বলে এক খবরে জানিয়েছে সংবাদ প্রতিদিন ও আনন্দবাজার পত্রিকা। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

কয়েক বছর ধরেই তিনি কিডনির জটিলতায় ভুগছিলেন; নিয়মিত ডায়ালাইসিস চলছিল তার। পাশাপাশি তার বার্ধক্যজনিত নানা জটিলতা ছিল।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে তার স্ত্রী সোহিনী দাশগুপ্ত ঘুম থেকে ডেকে তুলতে গিয়ে তার সাড়া না পেয়ে চিকিৎসকে ফোন করেন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।

১৯৬৮ সালে একটি তথ্যচিত্র নির্মাণের মধ্য দিয়ে পরিচানায় যাত্রা শুরু করেন বুদ্ধদেব। ‘দূরত্ব’, ‘নিম অন্নপূর্ণা’, ‘গৃহযুদ্ধ’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘স্বপ্নের দিন’, ‘উড়োজাহাজ’-এর মতো ছবি নির্মাণ করে দর্শকদের কাছে প্রশংসিত হয়েছেন।

‘বাঘ বাহাদুর’, ‘চরাচর’, ‘লাল দরজা’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘কালপুরুষ’ ছবির জন্য ভারতের জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।

নির্মাণের পাশাপাশি সাহিত্য জগতেও তার পদচারণা ছিল। কফিন কিম্বা সুটকেস, হিমজগ, ছাতা কাহিনি, রোবটের গান, শ্রেষ্ঠ কবিতা, ভোম্বোলের আশ্চর্য কাহিনি ও অন্যান্য কবিতাসহ বেশ কয়েকটি কবিতা বই লিখেছেন বুদ্ধদেব দাশগুপ্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.