মোংলায় করোনা শনাক্তের হার ৬৮ ভাগ

মোংলায় বুধবার নতুন করে আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার সকালে ৩৪ জন করোনা পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেন।

দুপুরে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে তাদের মধ্য থেকে ২৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেশ বিশ্বাস। বুধবার এখানে শনাক্তের হার প্রায় ৬৮ ভাগ।

এর আগে গত মঙ্গলবার এর হার ছিল প্রায় ৬১ ভাগ। চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেও উদ্বেগজনক হারে বেড়েই চলেছে সংক্রমণ ও শনাক্তের হার।

এদিকে করোনা উপসর্গ নিয়ে বুধবার সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে করোনা পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করা আম্বিয়া বেগম (৪৫) নামের এক রোগী পরীক্ষার আগেই হাসপাতালে মারা গেছেন।

মৃত আম্বিয়া বেগম উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের জাহাঙ্গীর খাঁর স্ত্রী।

অপরদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের দুই কর্মকর্তাসহ ১০ জন করোনা আক্রান্ত হয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.