যশোরের করোনা শনাক্তের হার ৪৯ শতাংশ

যশোরে বুধবার করোনা শনাক্তের হার ৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে ১৪৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে দুইজনের।

এ অবস্থায় বুধবার মধ্যরাত থেকে যশোরের সদর ও অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভায় লকডাউনের আদলে ‘কঠোর’ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। ঊর্ধ্বমুখী এ হার রুখতে আজ (বুধবার) মধ্যরাত থেকে যশোর পৌরসভা ও নওয়াপাড়া পৌরসভায় কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করা হচ্ছে। এর ফলে যশোর শহর থেকে কোন যানবাহন ছেড়ে যাবে না, দোকানপাট, বিপণিবিতান, পার্ক, কমিউনিটি সেন্টার সব বন্ধ থাকবে। কেবল কাচা বাজার, ওষুধের দোকান ও নিত্যপণ্যের দোকান বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।

গত ২৪ ঘণ্টায় এ জেলায় ২৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার শনাক্তের হার ৪৯ শতাংশ।

এ ছাড়া যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা ডেডিকেটেড ইউনিটে এবং অপরজন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন।

এদিকে এ পর্যন্ত জেলায় ৭ হাজার ৭০১জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮৪ জন। এ ছাড়া যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭২ জন।

জেলার সিভিল সার্জনের দপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, মে মাস থেকে যশোর করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে। ওই মাসের শেষ সপ্তাহে যশোরে করোনা শনাক্তের হার আগের তুলনায় কিছুটা বাড়তে থাকে।

জুন মাসের শুরুতে থেকে প্রতিদিনই বাড়ছে শনাক্তের হার। গত ৭ জুন শনাক্ত হয় ২৯ শতাংশ। ৮ জুন তা বেড়ে দাঁড়ায় ৪২ শতাংশে। গত ২৪ ঘণ্টায় এ জেলায় ২৮৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার শনাক্তের হার ৪৯ শতাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.