
বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন এবং রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয়।
এদের বাড়ি ফকিরহাট, মোরেলগঞ্জ, শরণখোলা ও মোংলা উপজেলায়।
এদিকে, বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় আরও ৬৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ১৫৫টি নমুনা পরীক্ষায় ৬৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার ৪৩ শতাংশ। জেলার সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৫৮ শতাংশ। যা গত ২৪ ঘণ্টায় তুলনায় ৫ শতাংশ বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এদিকে, জেলার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় প্রশাসনের ৩০ মে থেকে আরোপিত কঠোর বিধিনিষেধ ঢিলেঢালাভাবে চলছে। প্রশাসনের তদারকির মধ্যে লুকোচুরি করে চলছে স্থানীয়দের চলাফেরা।
বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ও করোনাভাইরাসের তথ্য কর্মকর্তা সুব্রত দাস বলেন, বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। সংগ্রহ করা ১৫৫টি নমুনার মধ্যে ৬৭টি পজিটিভ হয়েছে। জেলায় আক্রান্তের হার ৪৩ শতাংশ।
সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলাতে সংক্রমণের হার ৫৮ শতাংশ। যা গত ২৪ ঘণ্টার তুলনায় পাঁচ শতাংশ বেশি। করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।
Leave a Reply