ডিপজলের কাছে মনোনয়ন বিক্রি করেনি আ’লীগ

মনোয়ার হোসেন ডিপজল

ঢাকা-১৪ আসন উপনির্বাচন উপলক্ষে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও বিএনপির সাবেক সংসদ সদস্য এখলাস উদ্দিন মোল্লাহর কাছে মনোনয়ন ফরম বিক্রি করেনি আওয়ামী লীগ।

গতকাল মঙ্গলবার ফরম নিতে আসলে অতীত রাজনৈতিক ইতিহাস ও বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত থাকায় তাদেরকে দলীয় মনোনয়ন ফরম দেওয়া হয়নি।

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এখলাস ও ডিপজলের মনোনয়ন ফরম না পাওয়ার প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি দৈনিক আমাদের সময়কে বলেন, ‘আমাদের দল একটা ক্রাইটেরিয়া মেনে ফরম বিক্রি করে। সেই ক্রাইটেরিয়ার সঙ্গে মেলেনি বলেই তাদের কাছে মনোনয়ন ফরম বিক্রি করেনি।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.