
‘বিশ্বসুন্দরী’ দিয়ে গত বছর বড় পর্দায় অভিষেক হয় নির্মাতা চয়নিকা চৌধুরীর। তার প্রথম সিনেমার নায়িকা ছিলেন পরীমনি। এই সিনেমার সুবাদে দু’জনের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হয়।
এই নির্মাতা আবারও সিনেমা নির্মাণে হাত দিচ্ছেন। তবে সেটা ওয়েবে। আর সেখানেও সহযাত্রী হিসেবে থাকছেন পরীমনি। এর নাম ‘অন্তরালে’। যা লিখেছেন পান্থ শাহরিয়ার। আর এখানে পরীকে দেখা যাবে হিন্দু বউ অর্পিতা চরিত্রে।
চয়নিকা চৌধুরী বললেন, ‘আমার প্রথম সিনেমায় পরী ছিলেন। মজার বিষয় হলো, প্রথম ওয়েব ফিল্মেও তিনি থাকছেন। তিনি দেখতে সুন্দর, নাচ জানেন, অভিনয় পারেন। তার তো অনেক গুণ। তবে তারচেয়েও বড় বিষয়, তার সঙ্গে আমার সম্পর্কটা খুবই ভালো। আমাদের সম্পর্কটা এত সুন্দর যে, হাসি-খুশির মধ্য দিয়েই কাজটা শেষ করতে পারবো। কোনো ব্রেক নিতে হবে না।’
গল্প প্রসঙ্গে এই নির্মাতা জানান, ওয়েব ফিল্মে এক বনেদি হিন্দু পরিবারের বউ অর্পিতা চরিত্রে দেখা যাবে পরীমনিকে। তার স্বামী ব্যবসায়ী। এক সময় তাদের ভালোবাসার গল্পের মধ্যে যুক্ত হয় খুনের রহস্য। মধ্যবিত্ত জীবনে একটি খুনের কারণে অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় তা উঠে আসবে গল্পে।
নির্মাতা চয়নিকা আরও জানান, চলতি মাসেই ‘অন্তরালে’র শুটিং শুরু হবে। ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ নিবেদিত ও কাজী রিটন প্রযোজিত এ ওয়েব ফিল্মটি দেখা যাবে একটি ওটিটি প্ল্যাটফর্মে।
Leave a Reply