
এই সময় সিনেমায় বেশি মনোযোগী জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। গত বছর লকডাউনের আগে এই অভিনেত্রী ‘মানিকের লাল কাঁকড়া’ ছবির শুটিং শুরু করেন। অভিনেতা-নির্মাতা আফজাল হোসেনের পরিচালনায় এতে তার বিপরীতে আছেন ফেরদৌস আহমেদ। ছবির শুটিং প্রায় শেষ দিকে।
এর কাজ শেষ হতে না হতে নতুন আরও একটি ছবির কাজ শুরু করেছেন এই অভিনেত্রী। মাসুমা তানির পরিচালনায় ছবির নাম ‘আজ একটি বিশেষ দিন’।
সাবা জানান, ঈদের আগে ছবিটির কিছু শুটিং হয়েছিল। ঈদের ছুটির পর চলতি মাসের প্রথম দিনে ফের এর শুটিং শুরু হয়।
সাবার ভাষ্য, ‘গত বছর লকডাউনে কয়েক মাস ঘরবন্দী ছিলাম। ভেবেছি এই খারাপ সময় কেটে যাবে। কিন্তু পরবর্তীতে মনে হলো এটি খুব সহজে আমাদের ছেড়ে যাবে না। এটাকে মানিয়ে নিয়ে আমাদের কাজের মধ্যেই থাকতে হবে। তাই কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। শুটিংয়ে আমরা মাস্ক পরছি। হ্যান্ড স্প্রে ব্যবহার করছি। যতটুকু পারছি নিরাপদ থাকার চেষ্টা করছি।’
জানা গেছে, ‘আজ একটি বিশেষ দিন’ প্রযোজনা করছে শাপলা মিডিয়া। সিনেমা হলের পাশাপাশি ছবিটি ‘সিনেবাজ’ অ্যাপেও মুক্তি পাওয়ার কথা রয়েছে।
Leave a Reply