ভারতের বিপক্ষে অধরা জয়ের পরীক্ষা

আগামীকাল সোমবার ২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত। এর আগে ২০১৯ সালের অক্টোবরে সল্টলেকে মুখোমুখি হয়েছিলো দুই দল, যেখানে ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে ১-১ সমতায় ফিরেছিলো ভারত। এদিকে তিনদিন আগেই আফগানিস্তানের বিপক্ষে পিছিয়ে থাকা জেমি ডের শিষ্যরা দুর্দান্তভাবে ফিরে এসেছিলেন শেষার্ধে। সব মিলিয়ে এবার ভারতকে হারানোর লক্ষ্য তাদের।

অবশ্য সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস বাংলাদেশকে আগেই পরীক্ষায় ভালো করার কিছুটা উপায় বলে দিয়েছেন। ২০১৪-১৫ মৌসুমে আইলিগে ভারত এফসির সাবেক এই কোচ জানালেন, বাংলাদেশের চেয়ে ৮১ ধাপ এগিয়ে থাকা ভারতের মূল ত্রাস গতিশীল ফরোয়ার্ড। তাই রক্ষণভাগের চ্যালেঞ্জ একটু বেশি।

আফগানিস্তানকে ১-১ গোলে আটকে দিয়ে বেশ আত্মবিশ্বাস পেয়েছে বাংলাদেশ। তাই নতুন কোচের অধীনে ভারত সাম্প্রতিক সময়ে কয়েক ধাপ এগিয়ে ১০১তম ফিফা র‍্যাঙ্কিংয়ে থাকা ভারতের বিপক্ষেও নিরপেক্ষ ভেন্যুর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। সল্টলেকে ভারতের বিপক্ষে রক্ষণভাগ খেলোয়াড় রহমত মিয়া খেলেছিলেন, তিনিও বললেন আক্রমণ ভাগের কথা। তিনি বলেন, “আমরা ছোট কোনো ভুল করলেও গোল হজম করতে পারি। এ বিষয়টায় আমাদের বেশি মনোযোগ দিতে হবে। লক্ষ্য রাখতে হবে, বড় দলের বিপক্ষে আমরা রক্ষণে যেন কোনো ভুল না করি। বড় দলের বিপক্ষে এটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর যেহেতু ওদের ফরোয়ার্ড লাইনটা ভালো থাকে। ওরা বল দ্রুত এগিয়ে নেয়। তাই আমাদের আঁটসাঁট থাকাটা খুব গুরুত্বপূর্ণ।”

আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে নজর কেড়েছিলেন ফিনল্যান্ড থেকে জাতীয় দলে আসা কাজী তারিক। আরেক সেন্টার ব্যাক তপু বর্মণ গোল করে সমতায় ফিরিয়েছিলেন দলকে। জামাল ভূঁইয়ার পাশাপাশি মাঝমাঠ দুর্দান্তভাবে দখলে রেখেছিলেন মানিক মোল্লারা। সব মিলিয়ে দোহায় ভারতের মুখোমুখি হয়ে জয়ের অপূর্ণ স্বাদ বাংলাদেশ নিতে পারে কিনা, সেটিই এখন দেখার বিষয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.