
কুষ্টিয়ার খোকসায় শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামী খোকসা উপজেলার ভবানীপুর গ্রামের রবিউল মোল্লা (৫০) নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আসামি রবিউল মোল্লা উপজেলার ভবানীপুর গ্রামের আফসার মোল্লার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, খোকসার পার্শ্ববর্তী উপজেলা কুমারখালীর আগ্রাকুন্ডা গ্রামের শাহজাহানের মেয়ের সাথে খোকসা ভবানীপুর গ্রামের রবিউলের ছেলের সাথে তার মেয়ের বিয়ে হয়। পরে আসামির ছেলে দ্বিতীয় বিয়ে করে ঢাকাতে থাকে। সেই সুযোগে আসামী রবিউল গতরাতে ঘরে ঢুকে নিজ ছেলের বউকে ধর্ষণের চেষ্টা করলে ধর্ষিতার চিৎকারে স্থানীয়রা এসে ঐ পুত্রবধুকে উদ্ধার করে এবং ধর্ষক রবিউলকে পুলিশের হাতে সোপার্দ করে।
এই ঘটনায় খোকসা থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং-০৩।
খোকসা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply