বিপদে পড়লে খুব কম মানুষই পাশে থাকে

ভাবনা

জনপ্রিয় মডেল-অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সম্প্রতি তিনি অনিমেষ আইচের ‘এখানে কেউ থাকে না’ শিরোনামে নতুন একটি ধারাবাহিকের কাজ শুরু করেছেন। এতে তিনি অভিনয় করছেন ‘অর্পিতা’ নামে একটি চরিত্রে। এছাড়াও বাংলাভিশনে প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক ‘হিট’।

শুরুতেই জানতে চাই ‘এখানে কেউ থাকে না’ নাটকে কাজের অভিজ্ঞতা কেমন? উত্তরে ভাবনা বলেন, ‘এক কথায় দারুণ। এতে আমাকে দেখা যাবে “অর্পিতা” চরিত্রে। যে কিনা সারাক্ষণ কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তিত থাকে। আবার সে ভালো ছবিও আঁকে। সে তার আঁকা ছবির মাধ্যমে ভবিষ্যৎ দেখতে পায়। এমনই এক গল্প তুলে ধরা হয়েছে নাটকে।’

অর্পিতার মতো আপনিও তো ছবি আঁকতে পছন্দ করেন। তাহলে চরিত্রটি কি বাস্তব জীবনের সঙ্গে মিল রেখেই করা? উত্তরে এই অভিনেত্রী বলেন, ‘অনেকটা সেরকমই বলতে পারেন। চরিত্রটির সঙ্গে আমার জীবনের অনেক কিছুরই মিল রয়েছে। এটা হয়েছে নাট্যকারের কারণেই। নাটকটি লিখেছেন অনিমেষ আইচ। সে আর আমি হরিহর আত্মা। সে জানত এই চরিত্রে আমি অভিনয় করব। একজন নাট্যকারের যদি জানা থাকে, কোন চরিত্রটি কার জন্য; তাহলে চরিত্রটি ফুটিয়ে তোলা আরও সহজ হয়ে দাঁড়ায়। আমি ছবি আঁকতে পারি বলে এই চরিত্রে অভিনয় আমার জন্য কষ্টকর হয়নি।’

‘হিট’ ধারাবাহিক নাটক নিয়ে কেমন সাড়া পাচ্ছেন? জানতে চাইলে ভাবনা বলেন, ‘নাটকে “ঝুমকা” চরিত্রে অভিনয় আমার কাছে বেশ চ্যালেঞ্জিং ছিল। ঝুমকা একজন চা বিক্রেতা। এই শহরে ঝুমকার মতো শত শত মেয়ে আছে। যারা প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে আছে।’

সম্প্রতি সাইবার বুলিংয়ের শিকার হয়েছিলেন। একজন শিল্পীকে এ বিষয়টি কতটা অস্বস্তিতে ফেলে? উত্তরে তিনি বলেন, ‘অন্য কারও কথা বলতে পারব না। আমাকে ভীষণ রকম অস্বস্তিতে ফেলেছে। মিডিয়ার কাজের ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে দেখেছি, বিপদে পড়লে খুব কম মানুষই তার পাশে থাকে। কেউ তার মাকে নিয়ে বাজে মন্তব্য সহ্য করতে পারে না। আমার বেলায়ও তাই হয়েছে। তাই প্রতিবাদী হয়েছি।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.