উচ্ছ্বসিত অপু বিশ্বাস

অপু বিশ্বাস

বর্তমানে এফডিসিতে ‘প্রেম প্রীতির বন্ধন’- শিরোনামে নতুন একটি চলচ্চিত্রের দৃশ্যধারণের কাজে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। যেখানে এই নায়িকার বিপরীতে অভিনয় করছেন তরুণ অভিনেতা জয় চৌধুরী। ছবিটি পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু।

দীর্ঘদিন পর শুটিংয়ে ফেরায় ভীষণ উচ্ছ্বসিত অপু। তিনি বলেন, প্রস্তুত হয়ে আবারো কাজ শুরু করেছি। চিরচেনা জায়গাটা আবার উৎসবমুখর হয়ে গেছে। অনেক ভালো লাগছে। এমনভাবে এফডিসি আবার উৎসবমুখর হোক আমার চাওয়া ছিল।

এর আগে ২০২০ সালের নভেম্বরে তরুণ পরিচালক বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’ চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নিয়েছেন অপু। এই সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক নিরব। তারপর আর কোনো চলচ্চিত্রের দৃশ্যধারণে দেখা যায়নি তাকে।

অপু আরো বলেন, বেশ কয়েকটি সিনেমা নিয়েই কথাবার্তা হচ্ছিল। কিন্তু করোনার কারণে সেগুলো আর করে হয়ে ওঠেনি। বর্তমানে সারা বিশ্বে ওটিটিতে সিনেমা দেখা জনপ্রিয় হয়ে উঠছে। সামনে অপু এ মাধ্যমে আসবেন কিনা

জনাতে চাইলে তিনি বলেন, অবশ্যই আসবো। ওটিটি’র সিনেমার জন্য প্রচুর প্রস্তাব পেয়েছি। এখন অনলাইনের যুগ। এখানে আসতেই হবে। তবে এখনো এই মাধ্যমটিকে বোঝার পরিপূর্ণতা আমার হয়ে ওঠেনি। এদিকে, সম্প্রতি একটি ফ্যাশন হাউজের ফটোশুটে অংশ নিয়েছেন অপু। তিনি বলেন, আমাদের নিয়মিত কাজের অংশ ফ্যাশন। সবকিছু মিলিয়ে কাজটি বেশ উপভোগ করেছি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.