
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ঈদের পর এখনো শুটিংয়ে ফেরেননি। তবে আসছে ঈদের নতুন কিছু কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। এ মাসের মাঝামাঝি থেকে সেগুলোর শুটিং শুরু করবেন অভিনেত্রী। শুটিংয়ে ফিরতে দেরি কেন হচ্ছে? তার ভাষ্য- শুটিংয়ে ফেরার জন্য আমার কোনো তাড়াহুড়ো নেই। প্রস্তুতি নিয়েই সব কাজ করি। এছাড়া ক্যারিয়ারে এখন পর্যন্ত মানহীন কাজে আমাকে দেখা যায়নি। ভিউয়ের দিক দিয়ে আমার অনেক কাজ হয়তো পিছিয়ে আছে।
কিন্তু মানের দিকে সেগুলো কোনো অংশে কম নয়। আসছে ঈদের জন্য কিছু নাটকের স্ক্রিপ্ট হাতে আছে। এগুলো পড়ছি। চলতি মাসের ১৭ তারিখ থেকে শুটিংয়ে ফেরার সম্ভবনা আছে। এদিকে বিটিভিতে প্রচারের অপেক্ষায় আছে এই গ্ল্যমারকন্যার ‘এখানে কেউ থাকে না’- শিরোনামের একটি ধারাবাহিক নাটক। এটি নির্মাণ করেছেন অনিমেষ আইচ। এরইমধ্যে এটির ৩০ পর্বের শুটিং ও ডাবিং শেষ করেছেন ভাবনা। খুব শিগগিরই এটি প্রচারে আসবে বলেও জানান তিনি।
ধারাবাহিকটি নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। কিন্তু কেন? উত্তরে তিনি বলেন, এতে প্রথমবার আমি অন্যরকম একটি চরিত্রে অভিনয় করেছি। এটি আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে। অনিমেষের সঙ্গে আমার সম্পর্ক আছে বলেই বলছি না, বাংলা সিরিয়ালে এটি অন্যতম একটি কাজ হতে যাচ্ছে। এই সিরিয়ালের মধ্য দিয়ে বিটিভি’র দর্শক ভিন্ন কিছু পাবে বলে আমি মনে করি। টিভি নাটকের বাইরে চলচ্চিত্রেও কাজ করেছেন এই অভিনেত্রী।
প্রথম ছবি ‘ভয়ংকর সুন্দর’- দিয়ে বেশ আলোচনায় আসেন তিনি। গেল বছর লকডাউনের মধ্যে তিনি শেষ করেছেন নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের কাজ। এটি এখন মুক্তির অপেক্ষায়। নতুন ছবির সংবাদ আছে? এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, চলতি বছরে একটি নতুন ছবিতে কাজ করবো। তিনটি ছবির স্ক্রিপ্ট হাতে আছে। কিন্তু কোনটা দিয়ে শুরু করবো সেটি এখনো ঠিক করা হয়নি। তবে এতটুকু বলতে পারি, সেপ্টেম্বরের দিকে একটি ছবির কাজ শুরু হবে।
Leave a Reply