খোকসা থানার নতুন ওসি আশিকুর রহমান

কুষ্টিয়ার খোকসা থানার ৩৭ তম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করছেন সৈয়দ মোঃ আশিকুর রহমান। আজ শুক্রবার (৪ জুন) বিকালে এক অনাড়ম্বর অনানুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তিনি যোগদান করেন। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদারের স্থলাভিষিক্ত হলেন তিনি।

বৃহস্পতিবার (৩ জুন) কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ শুক্রবার বিকালে নবাগত ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান খোকসায় যোগদান করলেন।

খোকসা থানার ওসি কামরুজ্জামান তালুকদার কুমারখালী থানায় যোগদান করলেন। সে গত ২৯ অক্টোবর ২০২০ ইং তারিখে খোকসায় যোগদান করেন। ৭ মাস কর্মযজ্ঞ পালন পূর্বক প্রশাসনের নির্দেশে আজ শুক্রবার (৪ জুন) কুমারখালী থানায় বদলি হলেন।

খোকসা থানার ওসি হিসেবে থাকা কালিন খোকসাবাসীর আইন-শৃঙ্খলা রক্ষা কল্পে শত শত প্রতিকূলতার মধ্যেও পুলিশি পেশাদারিত্ব বজায় রেখেছি।

উপস্থিত সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, শত প্রতিকুলতার মাঝে নিজেদের দক্ষতা ও পুলিশি পেশাদারিত্ব বজায় রেখে জনগণের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করুন।

লাইন ওয়ার কুষ্টিয়া থেকে আগন্ত সদ্য যোগদানকৃত ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান বলে, আমি খোকসাবাসীর সহযোগিতা চাই। সেই সাথে আমার সকল সহকর্মী ঐকান্তিক প্রচেষ্টায় আইন-শৃঙ্খলা রক্ষা করতে সচেষ্ট থাকব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.