আলোচনায় ‘রিকশা গার্ল’

‘আয়নাবাজি’খ্যাত নির্মাতা অমিতাভ রেজার সিনেমা ‘রিকশা গার্ল’র ট্রেলার দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। গতকাল ফেসবুকে অবমুক্ত হয়েছে এর ট্রেলার। প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই চার হাজারের বেশি শেয়ার হয়েছে এটি, হচ্ছে ইতিবাচক মন্তব্য।

২ মিনিট ১৮ সেকেন্ডের ট্রেলারে বিভিন্ন চরিত্রের কণ্ঠে বাংলা ও ইংরেজি ভাষায় সংলাপ শোনা গেছে। এর বেশিরভাগ সময়জুড়েই ছিলেন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা নভেরা রহমান। সিনেমায় তার চরিত্রে নাম নাঈমা।

অভাবের সংসারে বড় হওয়া নাঈমা নিজের স্বপ্নগুলো ফুটিয়ে তুলেন রংতুলির ছোঁয়ায়। কিন্তু ছবি এঁকে পেট ভরবে না বলে কটাক্ষ করেন তার মা। রিকশাচালক বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, রংতুলির বদলে রিকশার হাতল হাতে তুলে নিতে বাধ্য হন নাঈমা। ছেলের পোশাক পরে নেমে পড়েন জীবনযুদ্ধে। কিশোরী নাঈমার জীবনে নানা স্বপ্ন নিয়েই সিনেমার গল্প এগিয়েছে।

নির্মাতা অমিতাভ রেজা জানান, এই সিনেমাটি যেহেতু দক্ষিণ আফ্রিকার সবচেয়ে পুরনো ‘ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ প্রতিযোগিতা করতে যাচ্ছে। তাই ইংরেজি ভাষায় ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে।

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’ অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন শর্বরী জোহরা আহমেদ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে।

উল্লেখ্য, ছবিটি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে পুরনো চলচ্চিত্র উৎসব ‘ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ৪২তম আসরে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। পাশাপাশি সেখানেই হবে প্রিমিয়ার। আর উৎসবে নির্বাচিত হওয়ায় ছবিটি অস্কারের বিশেষ সুবিধা পাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.